বিশ্বে সর্বপ্রথম ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন ছাড়লো Xiomi!

অবিশ্বাস্য হলেও অবশেষে লঞ্চ হল বিশ্বের প্রথম ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন Xiomi Mi Mix Alpha। আসলে বিশ্বাস না হওয়ারই কথা।

মঙ্গলবার এই স্মার্টফোন লঞ্চ করেছে Xiaomi। আপাতত শুধুমাত্র চীনে এই ফোন লঞ্চ হয়েছে।

Samsung ও Huawei যখন ফোল্ডেবেল স্মার্টফোন তৈরী করতে ব্যস্ত তখন  স্মার্টফোন ডিসপ্লের নতুন ইতিহাস তৈরী করল Xaiomi।

এই ফোনে একটি ডিসপ্লে ভাঁজ হয়ে পিছনের দিকে চলে গিয়েছে। এর ফলে Mi Mix Alpha এর ডিসপ্লের পাশে বেজেল আর থাকছে না।

অনেকের মনে প্রশ্ন স্মার্টফোনটির দাম কতো হতে পারে। তবে তা শুনলে অনেকের চোখ কপালে উঠবে।

চীনা মুদ্রায় এর দাম ২০,০০০ ইউয়ান হলোও বাংলাদেশী টাকায় প্রায় ২.৫ লক্ষ টাকা পড়বে। যা অনেকটা ব্যায়বহুল বটে। কিন্তু স্মার্টফোনটি কিনতে হলে টাকার মায়া ত্যাগ করতেই হবে।

দুর্দান্ত ডিসপ্লে ছাড়াও Mi Mix Alpha ফোনে থাকছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা।

সম্প্রতি Samsung এর সাথে হাত মিলিয়ে এই স্মার্টফোন ক্যামেরার
সেন্সর তৈরী করেছিল বেইজিং এর কোম্পানিটি। Mi Mix Alpha তৈরীর জন্য ধাতু হিসেবে টাইটেনিয়াম অ্যালয়, সেরামিক আর সাফায়ার ব্যবহার হয়েছে।

You might also like

Comments are closed.